পুজোয় কলকাতায় থাকা হয় না শাশ্বতর। এশিয়ানেটের মুখোমুখি হয়ে জানালেন অভিনেতা। ছেলেবেলায় পুজোর কাজের সঙ্গে যুক্ত থাকতেন শাশ্বত। এই পুজো নিয়েই এক ভয়ঙ্কর স্মৃতি রয়েছে শাশ্বতর। পুজোর অষ্টমীর দিন আগুন লেগে যায় মন্ডপে। এই ঘটনার পর থেকেই আর পুজোয় থাকেন না শাশ্বত। পুজো আসছে সেটাই ছিল সব থেকে আনন্দের। পুজো নিয়ে ছেলেবেলারও স্মৃতিচারণ করলেন শাশ্বত। শাশ্বত যে খাদ্যরসিক, সেকথাও নিজে মুখেই জানালেন। পুজোর আড্ডা তিনি খুব মিস করেন, সে কথাও জানালেন। পাড়ার কালচার এখন আর সেই ভাবে নেই। ছোটদের উপর তার প্রভাব পড়ছে বলেই মনে করেন শাশ্বত। ফোন না দেখে আশপাশটা দেখা প্রয়োজন বলে জানালেন তিনি। ছোটদের ছবি হবু চন্দ্র রাজার গবু চন্দ্র মন্ত্রী দেখার কথাও বললেন।
পুজোয় কলকাতায় থাকা হয় না শাশ্বতর। এশিয়ানেটের মুখোমুখি হয়ে জানালেন অভিনেতা। ছেলেবেলায় পুজোর কাজের সঙ্গে যুক্ত থাকতেন শাশ্বত। এই পুজো নিয়েই এক ভয়ঙ্কর স্মৃতি রয়েছে শাশ্বতর। পুজোর অষ্টমীর দিন আগুন লেগে যায় মন্ডপে। এই ঘটনার পর থেকেই আর পুজোয় থাকেন না শাশ্বত। পুজো আসছে সেটাই ছিল সব থেকে আনন্দের। পুজো নিয়ে ছেলেবেলারও স্মৃতিচারণ করলেন শাশ্বত। শাশ্বত যে খাদ্যরসিক, সেকথাও নিজে মুখেই জানালেন। পুজোর আড্ডা তিনি খুব মিস করেন, সে কথাও জানালেন। পাড়ার কালচার এখন আর সেই ভাবে নেই। ছোটদের উপর তার প্রভাব পড়ছে বলেই মনে করেন শাশ্বত। ফোন না দেখে আশপাশটা দেখা প্রয়োজন বলে জানালেন তিনি। ছোটদের ছবি হবু চন্দ্র রাজার গবু চন্দ্র মন্ত্রী দেখার কথাও বললেন।