বিজয়া দশমী মানেই মা‐কে বিদায় জানিয়ে মিষ্টিমুখ। দশমীর সকাল থেকেই শুরু হয়ে যায় মায়ের বরণ থেকে শুরু করে সিঁদুর খেলা। আর দশমীতেই প্রতি বছরের মতই এবছরও মিষ্টির দোকানে লাইন। বর্ধমানের এক মিষ্টির দোকানে দেখা গেল এমনই ছবি। সিতাভোগ‐মিহিদানা কিনতে ভিড় জমিয়েছেন ক্রেতারা। শুধু সিতাভোগ‐মিহিদানই নয় চাহিদা রয়েছে রকমারি মিষ্টির। শুক্রবার সকাল থেকেই মিষ্টির দোকানে ভিড় দেখা গেল সেখানে।
বিজয়া দশমী মানেই মা‐কে বিদায় জানিয়ে মিষ্টিমুখ। দশমীর সকাল থেকেই শুরু হয়ে যায় মায়ের বরণ থেকে শুরু করে সিঁদুর খেলা। আর দশমীতেই প্রতি বছরের মতই এবছরও মিষ্টির দোকানে লাইন। বর্ধমানের এক মিষ্টির দোকানে দেখা গেল এমনই ছবি। সিতাভোগ‐মিহিদানা কিনতে ভিড় জমিয়েছেন ক্রেতারা। শুধু সিতাভোগ‐মিহিদানই নয় চাহিদা রয়েছে রকমারি মিষ্টির। শুক্রবার সকাল থেকেই মিষ্টির দোকানে ভিড় দেখা গেল সেখানে।