নতুন ছবি নিয়ে এখন বেজায় ব্যস্ত ইশা সাহা। পুজোয় তবে ইশার এখনও তেমন কোনও প্ল্যান নেই। করোনার কথা ভেবেই এখনও কোনও প্ল্যান হয়নি, জানালেন ইশা। খেতে ভালোবাসেন ইশা, পুজোতেও তাই খাওয়াদাওয়া হবে। এশিয়ানেটের মুখোমুখি হয়ে জানালেন অভিনেত্রী। এখনও পুজোয় উপহার পান ইশা, উপহার পেতে ভালোলাগে তাঁর। এশিয়ানেটকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জানালেন ইশা সাহা। পুজো আসলেই তবে ইশা পুজোর গান মিস করেন।
নতুন ছবি নিয়ে এখন বেজায় ব্যস্ত ইশা সাহা। পুজোয় তবে ইশার এখনও তেমন কোনও প্ল্যান নেই। করোনার কথা ভেবেই এখনও কোনও প্ল্যান হয়নি, জানালেন ইশা। খেতে ভালোবাসেন ইশা, পুজোতেও তাই খাওয়াদাওয়া হবে। এশিয়ানেটের মুখোমুখি হয়ে জানালেন অভিনেত্রী। এখনও পুজোয় উপহার পান ইশা, উপহার পেতে ভালোলাগে তাঁর। এশিয়ানেটকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জানালেন ইশা সাহা। পুজো আসলেই তবে ইশা পুজোর গান মিস করেন।