৭১ বছর ধরে চলে আসছে হাওড়ার রামকৃষ্ণপুর প্রগতি সংঘের পুজো। মন্ডপ থেকে প্রতিমা এখনকার পুজোয় থাকে সাবেকিয়ানার ছোঁয়া। প্রতিবছর এখনে পুজোর শুরু হয় রক্তদান শিবিরের মধ্যে দিয়ে। এবছরও সেই একই ছবি দেখা গেল সেখানে। এছাড়াও এখানকার পুজোয় বস্ত্র বিতরণের আয়োজন হয়। করোনা আবহেও বিশেষ উদ্যোগ নিয়েছে রামকৃষ্ণপুর প্রগতি সংঘ। গত বছরের পর এবছরও করোনা বিধি মেনেই সেখানে পুজো হচ্ছে।
৭১ বছর ধরে চলে আসছে হাওড়ার রামকৃষ্ণপুর প্রগতি সংঘের পুজো। মন্ডপ থেকে প্রতিমা এখনকার পুজোয় থাকে সাবেকিয়ানার ছোঁয়া। প্রতিবছর এখনে পুজোর শুরু হয় রক্তদান শিবিরের মধ্যে দিয়ে। এবছরও সেই একই ছবি দেখা গেল সেখানে। এছাড়াও এখানকার পুজোয় বস্ত্র বিতরণের আয়োজন হয়। করোনা আবহেও বিশেষ উদ্যোগ নিয়েছে রামকৃষ্ণপুর প্রগতি সংঘ। গত বছরের পর এবছরও করোনা বিধি মেনেই সেখানে পুজো হচ্ছে।