পুজো মানেই প্যান্ডেলে প্যান্ডেলে চলতে থাকে পুজোর গান। এই পুজোর গান থেকে পুজোর স্মৃতি চারণে সঙ্গীতশিল্পী রূপঙ্কর বাগচি। পুজোর গান দুঃখ দেয়, বললেন রূপঙ্কর। পুজোর গান পুরনো স্মৃতিকে চাগিয়ে তোলে, বললেন রূপঙ্কর। ছেলেবেলার পুজো নিয়েও অনেক স্মৃতি রয়েছে রূপঙ্করের। এশিয়ানেটের মুখোমুখি হয়ে জানালেন সঙ্গীতশিল্পী। এখন পুজোয় অনেক বেশি আরম্বর হয়, জানালেন রূপঙ্কর।
পুজো মানেই প্যান্ডেলে প্যান্ডেলে চলতে থাকে পুজোর গান। এই পুজোর গান থেকে পুজোর স্মৃতি চারণে সঙ্গীতশিল্পী রূপঙ্কর বাগচি। পুজোর গান দুঃখ দেয়, বললেন রূপঙ্কর। পুজোর গান পুরনো স্মৃতিকে চাগিয়ে তোলে, বললেন রূপঙ্কর। ছেলেবেলার পুজো নিয়েও অনেক স্মৃতি রয়েছে রূপঙ্করের। এশিয়ানেটের মুখোমুখি হয়ে জানালেন সঙ্গীতশিল্পী। এখন পুজোয় অনেক বেশি আরম্বর হয়, জানালেন রূপঙ্কর।