শনিবার পুজো কার্নিভাল, SSC চাকরিপ্রার্থীদের গাঁধীমূর্তির তলায় ধর্নায় না বসার 'নির্দেশ' পুলিশের। এই নিয়ে শুরু হয়েছে জোর তরজা। এর পরেই শুক্রবার তাঁদের সঙ্গে দেখা করতে আসেন বঙ্গ বিজেপি নেতৃত্ব। ছিলেন রুদ্রনীল ঘোষ ও ভারতী ঘোষ। তারা SSC চাকরিপ্রার্থীদের দশমীর মিষ্টি মুখ করান। এরপর রুদ্রনীল সরকারের কটাক্ষ করে কবিতা বলেন। ভারতী ঘোষ বলেন, পুলিশ এদেরকে উঠে যাওয়ার 'নির্দেশ' দিতে পারেনা। এদের এখানে ধর্না 'আইন সিদ্ধ'।
শনিবার পুজো কার্নিভাল, SSC চাকরিপ্রার্থীদের গাঁধীমূর্তির তলায় ধর্নায় না বসার 'নির্দেশ' পুলিশের। এই নিয়ে শুরু হয়েছে জোর তরজা। এর পরেই শুক্রবার তাঁদের সঙ্গে দেখা করতে আসেন বঙ্গ বিজেপি নেতৃত্ব। ছিলেন রুদ্রনীল ঘোষ ও ভারতী ঘোষ। তারা SSC চাকরিপ্রার্থীদের দশমীর মিষ্টি মুখ করান। এরপর রুদ্রনীল সরকারের কটাক্ষ করে কবিতা বলেন। ভারতী ঘোষ বলেন, পুলিশ এদেরকে উঠে যাওয়ার 'নির্দেশ' দিতে পারেনা। এদের এখানে ধর্না 'আইন সিদ্ধ'।