এশিয়ানেট নিউজ সারদ সম্মানে ভূষিত বেলেঘাটা সন্ধানী। সেরা পরিবেশ বান্ধব পূজোর সম্মান পেল তারা। এশিয়ানেট নিউজির পক্ষ থেকে তাদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার ও সংশাপত্র।
এশিয়ানেট নিউজ সারদ সম্মানে এবার ভূষিত হয়েছে বেলেঘাটা সন্ধানী পূজো কমিটি। বিগত কয়েক বছরের মত এবারও চমক দিয়েছে তারা। এশিয়ানেট শারদ সম্মান ২০১৯ এর সেরা পরিবেশ বান্ধব পূজোর সম্মান জিতে নিয়েছে তারা। এশিয়ানেট নিউজের পক্ষ থেকে বেলেঘাট সন্ধানীর পূজো উদ্যোক্তাদের হাতে তুলে দেওয়া হয় ট্রফি ও সংশাপত্র।