এশিয়ানেট নিউজ সারদ সম্মানে ভূষিত প্রফুল্ল কানন সর্বজনীন। এশিয়ানেট নিউজির পক্ষ থেকে তাদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার ও সংশাপত্র।
এশিয়ানেট নিউজ সারদ সম্মানে এবার ভূষিত হয়েছে কেষ্টপুরের প্রফুল্ল কানন পূজো কমিটি। বিগত কয়েক বছরের মত এবারও কলকাতার বড় পূজো গুলোর সঙ্গে পাল্লা দিয়েছে তারা। এবারে তাদের ভাবনা উঠে এসেছিল সবাই এক মায়ের সন্তান। আর যুদ্ধ নয়, শান্তির বার্তা দিয়ে এশিয়ানেট নিউজ শারদ সম্মান জিতে নিয়েছে তারা।