দিল্লি,বোম্বের মত বেঙ্গালুরুতেও রয়েছেন প্রচুর বাঙ্গালি। আর যেখানে বাঙ্গালি সেখানে দুর্গাপুজো হবে না, তা কখনও হয় নাকি। তাই গার্ডেন সিটি বেঙ্গালুরুতেও আয়োজন করা হয়েছিল মাতৃ বন্দনার। এই শহরের অন্যতম বড় পুজো দক্ষিণ বেঙ্গালুরুর উৎসবের পুজো। এবার অষ্টমবর্ষে পা দিল এই পুজো। প্রতিদিন পুজোর পাশাপাশি ছিল পংক্তি ভোজের আয়োজন। বিকেলে বসে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। কলকাতা থেকে এসেছিলেন জগন্নাথ বসু ও উর্মিমালা বসুও। প্রতিদিন বহু মানুষের সমাগম হয় এই পুজোয়। বিজয়া দশমীর দিন মণ্ডপে আয়োজন করা হয়েছিল সিঁদুর খেলারও।
দিল্লি,বোম্বের মত বেঙ্গালুরুতেও রয়েছেন প্রচুর বাঙ্গালি। আর যেখানে বাঙ্গালি সেখানে দুর্গাপুজো হবে না, তা কখনও হয় নাকি। তাই গার্ডেন সিটি বেঙ্গালুরুতেও আয়োজন করা হয়েছিল মাতৃ বন্দনার। এই শহরের অন্যতম বড় পুজো দক্ষিণ বেঙ্গালুরুর উৎসবের পুজো। এবার অষ্টমবর্ষে পা দিল এই পুজো। প্রতিদিন পুজোর পাশাপাশি ছিল পংক্তি ভোজের আয়োজন। বিকেলে বসে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। কলকাতা থেকে এসেছিলেন জগন্নাথ বসু ও উর্মিমালা বসুও। প্রতিদিন বহু মানুষের সমাগম হয় এই পুজোয়। বিজয়া দশমীর দিন মণ্ডপে আয়োজন করা হয়েছিল সিঁদুর খেলারও।