ফ্যাশন প্রিয় বাঙালির এক অন্যতম ডেস্টিনেশন সিয়েনা স্টোর, গড়িয়াহাট মোড়ের হিন্দুস্তান পার্কে। অনবদ্য এই বুটিক কালেকশনে রয়েছে এথনিক কালেকশন-সহ পটারি এবং ঘর সাজানোর বিভিন্ন সুন্দর-সুন্দর কালেশকন। একই সঙ্গে পেয়ে যাবেন প্রিয়জনকে উপহার দেওয়ার একেবারে অন্য ধরনের সামগ্রীর সম্ভার। যা মেদিনীপুরের শিল্পীদের দিয়ে বানানো হয়। এছাড়াও রয়েছে ওয়েস্টার্ন সহ বিভিন্ন পোশাক, ব্যাগের সম্ভার, তাই স্বচক্ষে একবার এই সম্ভার দেখতে হলে অবশ্যই আসতে হবে সিয়েনা স্টোরে।