শুক্রবার রেড রোডে কার্নিভালের আয়োজন করেছে রাজ্য সরকার। কলকাতা শহও ও সংলগ্ন অঞ্চলের সেরা প্রিতমাগুলি অংশ নেবে কার্নিভ্যালে। থাকবেন মুখ্যমন্ত্রী সহ দেশ-বিদেশের বিশিষ্ট ব্যক্তিত্বরা। আর তাতেই ঢাক বাজিয়ে তাক লাগিয়ে দেবেন শতাধিক ঢাকি। তারই প্রস্তুতিতে এখন মগ্ন ঢাকির দল।
শুক্রবার রেড রোডে কার্নিভালের আয়োজন করেছে রাজ্য সরকার। কলকাতা শহও ও সংলগ্ন অঞ্চলের সেরা প্রিতমাগুলি অংশ নেবে কার্নিভালে। থাকবেন মুখ্যমন্ত্রী সহ দেশ-বিদেশের বিশিষ্ট ব্যক্তিত্বরা। আর তাতেই ঢাক বাজিয়ে তাক লাগিয়ে দেবেন শতাধিক ঢাকি। তারই প্রস্তুতিতে এখন মগ্ন ঢাকির দল।