থিম মেকারের নামে কলকাতার পুজোয় ঘুরে বেড়াচ্ছে কিছু জালিয়াত। থিমের তৈরির নামে ক্লাবগুলিকে বোকা বানিয়ে অর্থ-লুট চলছে। এশিয়ানেট নিউজ বাংলার কাছে এমনই গুরুতর অভিযোগ করলেন কলকাতার অন্যতম বড় পুজো বুড়ো শিবতলার সংগঠক রবিন মণ্ডল। তাঁর মতে ভবতোষ সুতার, সনাতন দিন্দা, সুবোধ দে-দের মতো হাতেগোনা কয়েকজনই নিজস্ব ভাবনায় থিম বানান। এর বাইরে যা চলছে সবটাই ধোকাবাজি। তাঁর অভিযোগ থিম বানাতে হলে সংগঠকরা নিজেরাই তা করে নিতে পারেন। তাতে খরচ হলেও, তা নিজেদের ভাবনার পিছনেই খরচ হচ্ছে অন্তত এই তৃপ্তিটা থাকবে।
থিম মেকারের নামে কলকাতার পুজোয় ঘুরে বেড়াচ্ছে কিছু জালিয়াত। থিমের তৈরির নামে ক্লাবগুলিকে বোকা বানিয়ে অর্থ-লুট চলছে। এশিয়ানেট নিউজ বাংলার কাছে এমনই গুরুতর অভিযোগ করলেন কলকাতার অন্যতম বড় পুজো বুড়ো শিবতলার সংগঠক রবিন মণ্ডল। তাঁর মতে ভবতোষ সুতার, সনাতন দিন্দা, সুবোধ দে-দের মতো হাতেগোনা কয়েকজনই নিজস্ব ভাবনায় থিম বানান। এর বাইরে যা চলছে সবটাই ধোকাবাজি। তাঁর অভিযোগ থিম বানাতে হলে সংগঠকরা নিজেরাই তা করে নিতে পারেন। তাতে খরচ হলেও, তা নিজেদের ভাবনার পিছনেই খরচ হচ্ছে অন্তত এই তৃপ্তিটা থাকবে।