চারিদিকে যখন থিমের নতুনত্বে একে অপরকে ছাপিয়ে যাওয়ার প্রতিযোগিতা, সেখানে আজও সাবেকিয়ানাতেই ভরসা রেখেছে বাগবাজার সর্বজনীন দুর্গোৎসব। সেই সঙ্গে রয়েছে স্বদেশী মেলার ঐতিহ্য। আর অন্যতম আকর্ষণ বীরাষ্টমীর দিনের ছুড়ি খেলা, লাঠি খেলা। দশমীর দিনের সিঁদুর খেলার টানও কম নয়।
চারিদিকে যখন থিমের নতুনত্বে একে অপরকে ছাপিয়ে যাওয়ার প্রতিযোগিতা, সেখানে আজও সাবেকিয়ানাতেই ভরসা রেখেছে বাগবাজার সর্বজনীন দুর্গোৎসব। সেই সঙ্গে রয়েছে স্বদেশী মেলার ঐতিহ্য। আর অন্যতম আকর্ষণ বীরাষ্টমীর দিনের ছুড়ি খেলা, লাঠি খেলা। দশমীর দিনের সিঁদুর খেলার টানও কম নয়।