আবাসনের পুজোয় একটা বাড়ির পুজোর গন্ধ থাকে। গড়িয়া প্রতাপগড়ের সানি ব্লিস অ্য়াপার্টমেন্ট-ও তার ব্যতিক্রম নয়। সবচেয়ে বড় কথা কোনও বাইরের শিল্পী নয়, একেবারে বাসিন্দাদের নিজস্ব নৌলিক ভাবনাতেই এই বছর সেজে উঠছে এই অ্য়াপার্মেন্টের পুজো। এমনকী বয়জ্য়েষ্ঠরাও রাত জেগে মণ্ডপ সজ্জায় হাত লাগিয়েছেন। আর পুজোর চারদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের ভার নিয়েছে অ্যাপার্টমেন্টে ক্ষুদেরা। তারাই নাচ-গান-নাটকে মাতিয়ে রাখবে পুজোর চারটে দিন। আর এই চারটে দিন রান্না-বান্নার পাটও নেই কোনও বাড়িতে। খাওয়া দাওয়ার বন্দোবস্ত সব প্যান্ডেলেই।
আবাসনের পুজোয় একটা বাড়ির পুজোর গন্ধ থাকে। গড়িয়া প্রতাপগড়ের সানি ব্লিস অ্য়াপার্টমেন্ট-ও তার ব্যতিক্রম নয়। সবচেয়ে বড় কথা কোনও বাইরের শিল্পী নয়, একেবারে বাসিন্দাদের নিজস্ব নৌলিক ভাবনাতেই এই বছর সেজে উঠছে এই অ্য়াপার্মেন্টের পুজো। এমনকী বয়জ্য়েষ্ঠরাও রাত জেগে মণ্ডপ সজ্জায় হাত লাগিয়েছেন। আর পুজোর চারদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের ভার নিয়েছে অ্যাপার্টমেন্টে ক্ষুদেরা। তারাই নাচ-গান-নাটকে মাতিয়ে রাখবে পুজোর চারটে দিন। আর এই চারটে দিন রান্না-বান্নার পাটও নেই কোনও বাড়িতে। খাওয়া দাওয়ার বন্দোবস্ত সব প্যান্ডেলেই।