ছোটদের পুজো দেখে অবাক হয়ে গেলেন রাজ্যপাল জগদীপ ধনখড় এবং তাঁর স্ত্রী। বেহালা এলাকার এই পুজো ঘিরে রীতিমতো উচ্ছ্বাস প্রকাশ করলেন তিনি। সবচেয়ে বড় কথা- ছোটরা এই পুজোর আয়োজন করলেও কোভিড-১৯-এর নিয়ম তারা পালন করছে যথাযথভাবে। সোশ্যাল ডিস্ট্যান্সিং থেকে শুরু করে মাস্ক পরা, স্যানিটাইজারে হাত পরিষ্কার করা- সবই হচ্ছে পুজো মণ্ডপের মধ্যে। একটা স্বেচ্ছাসেবী সংস্থা ছোটদের দিয়ে এমন এক পুজোর আয়োজন করেছে। আমফান এবং লকডাউনের সময় এই স্বেচ্ছাসেবী সংস্থা কলকাতা-সহ দুই ২৪ পরগণায় ত্রাণ বিলির কাজ করে। সেসময় তারা ছোটদের নিয়ে এমন একটা পুজোর অভিনব চিন্তা করে। পরিকল্পনা মতো কলকাতা ও দুই ২৪ পরগণাতে থেকে বেশকিছু ক্ষুদে পুজো আয়োজকে নির্বাচিত করা হয়। এরপর তাদের দিয়ে আয়োজন করানো হয় এই দুর্গাপুজোর। এমন এক দুর্গাপুজোর পুরোহিত একজন ক্ষুদে। তার মুখে বিশুদ্ধ সংস্কৃত মন্ত্র শুনে খুশি ব্যক্ত করেন রাজ্যপাল। তিনি ছোটদের-কে পুজোর বার্তাও দেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে।