৪৪ তম বর্ষে পাটুলি সর্বজনীনের দুর্গাপুজোয় থাকছে দুগ্গার দুর্গা হয়ে উঠার কাহিনি

৪৪ তম বর্ষে পাটুলি সর্বজনীনের দুর্গাপুজোয় থাকছে দুগ্গার দুর্গা হয়ে উঠার কাহিনি

Published : Sep 25, 2019, 04:31 PM ISTUpdated : Sep 26, 2019, 11:23 PM IST
  • এই বছর ৪৪ তম বর্ষে পাটুলি সর্বজনীনের দুর্গাপুজো
  • শিল্পী সনাতন পালের অধীনে গড়ে উঠছে প্রতিমা
  • মণ্ডপে দেখা যাবে অনেক দুগ্গার দুর্গা হয়ে উঠার কাহিনী
  • এবারের পুজোর থিমের ট্যাগ লাইন দুগ্গা থেকে দুর্গা

দুগ্গা বলতে লাইনটিতে আমাদের চারপাশে থাকা বাচ্চা থেকে কিশোরী, যুবতী মেয়েদের কথা বলা হয়েছে। তারা প্রত্যেকেই এক এক জন দুগ্গা, কিন্তু পরিস্থিতি প্রতিকূল হলে এই সমস্ত দুগ্গাদেরই দুর্গা হয়ে উঠতে সময় লাগবে না। মণ্ডপ সজ্জার দায়িত্বে আছেন অভিজিৎবাবু এবং অরিন্দমবাবু। জানা গিয়েছে গোলাকৃতি মণ্ডপটিতে সামনেই দেখা যাবে একটি বাচ্চা মেয়ে দুগ্গা সবাইকে অভিবাদন জানাচ্ছেন। এরপর ক্রমে ক্রমে দেখা যাবে অনেক দুগ্গার দুর্গা হয়ে উঠার কাহিনি। প্রতিমা শিল্পী সনাতন পালের অধীনে গড়ে উঠছে প্রতিমা। পুজোর সেক্রেটারি সৌরভ রাহা অবশ্য প্রতিমা সম্পর্কে বিশদে কিছু জানাননি। তবে তিনি জানিয়েছেন ৪৪ তম বর্ষে পাটুলি সার্বজনীনের দুর্গাপুজোকে সবদিক দিয়ে সুষ্ঠভাবে পরিচালনা করে সফল করে তুলতে বদ্ধ পরিকর তারা।

09:12Santosh Mitra Square : নিরঞ্জনের আগে সিঁদুর খেলা সন্তোষ মিত্র স্কোয়ারে, দেখুন ভিডিও
03:44Bagbazar Sindoor Khela : বাগবাজারে জমজমাট সিঁদুর খেলা, 'আসছে বছর আবার হবে'
05:33ফুচকা থেকে সন্দেশ খেয়ে, দুর্গাপুজোয় সিঁদুর খেলা দেখে কী বললেন বিদেশিনীরা?
05:13Sindur Khela : বিষণ্ণতা থাকলেও দশমীতে সিঁদুর খেলায় মেতে উঠল মালদার রায়চৌধুরী পরিবার
05:27Sindoor Khela : 'আবার এসো মা', মন্ডপে-মন্ডপে সিঁদুর খেলা, বীরভূমে জমজমাট
09:10Kendua Shanti Sangha : ঢাকের তালে ধুনুচি নাচ, জমজমাট কেন্দুয়া শান্তি সঙ্ঘের দুর্গাপুজো, দেখুন
04:04ছোটা ভীমের 'ঢোলকপুর' এবার রানাঘাটের একের পল্লীতে, শিশুদের ভিড়ে জমজমাট এই পুজো
08:40Santosh Mitra Square: মহানবমীতে কুমারী পূজা সন্তোষ মিত্র স্কোয়ারে, দেখুন ভিডিও
06:30ভয়, শান্তি ও আনন্দের মেলবন্ধন - 'আভাস' থিমে বিশেষ প্যান্ডেল কলকাতায়
08:20Durga Puja 2025 : ৩৫ কেজি সোনা, ২.৫ কুইন্টাল রুপোয় মোড়া কটকের দুর্গা 'চণ্ডী মেধা'