গর্জে উঠল মল্লরাজাদের প্রাচীন কামান
স্নান সেরে এলেন বড়ঠাকুরানী
শুরু হলো মল্লগড়ে প্রাচীন মৃন্ময়ীর পুজো
মল্লরাজ জগৎমল্ল মৃন্ময়ীর দর্শন পেয়েছিলেন
বিষ্নুপুর জুড়ে ছড়িয়ে রয়েছে মল্ল রাজাদের স্থাপত্য। এর মধ্যে রয়েছে প্রাচীন মৃন্ময়ী মন্দির। কিন্তু কালের নিয়মে মল্লা রাজাদের কাহিনী এখন ইতিহাস। না আছে রাজা, না আছে সেই রাজত্ব। তবে রাজা, রাজত্ব না থাকলেও প্রাচীন নিয়ম মেনেই আজও পালিত হয় মল্ল রাজাদের প্রাচীন দুর্গোৎসব। ইতিহাস বলে মল্লরাজ জগৎমল্ল মৃন্ময়ীর দর্শন পেয়েছিলেন। আর মৃন্ময়ী রূপী দু্র্গার পুজো শুরু হয় আজ থেকে প্রায় ১০২২ বছর আগে। জৌলুস কমলেও আজও সেই রীতি নিয়ম অক্ষুন্ন রয়েছে। বলীনারায়ণী পুঁথি মেনে পুজো হয় এখানে। পুজো শুরুর জানান দিতে জীতাষ্টমীর পরদিন দেওয়া হয় তোপধ্বনি। মৃন্ময়ীর এই পুজোকে ঘিরে শুধু রাজ পরিবারের নয় আবেগ জড়িয়ে রয়েছে বিষ্ণুপুরের আপামর জনগনেরও । তাই মৃন্ময়ীর পুজো শুরু হতেই মল্ল রাজাদের সুপ্রাচীন মৃন্ময়ীর মন্দিরে ভিড় জমান অসংখ্য মানুষ ।