পুজো শেষ, আজ দশমী তাই ইচ্ছা না থাকলেও মা -কে বিদায় জানাতেই হবে। প্রতি বছরই এই দিনটাতে অনিচ্ছা সত্বেও মা -কে বিদায় জানাতেই হয়। বিদায় বেলায় চলে বরণ আর সিঁদুর খেলাও। এবার সেই সিঁদুর খেলা ও মা -কে বরণে মাতলেন অভিদিপ্তা আবাসনের আবাসিকরা। মা -কে বিদায় জানানোর মুহুর্তে চললো ঢাকের তালে নাচও। এক নজরে দেখে নিন সেই ভিডিও।