প্রতি বছরের সাবেকিয়ানার ধাঁচ ছেড়ে এবার ব্যান্ডেল অধিবাসীবৃন্দের প্রাক রজত জয়ন্তী উপলক্ষে থিম-এর প্রতিযোগিতায় পা। এই মণ্ডপে তাই বিশেষ আকর্ষণের জন্য থাকছে তাক লাগানো ফাইবার মোল্ডেড ৬০ ফুটের মাতৃ প্রতিমা যা পুকুরে একটি নৌকার উপর থাকবে। তাক লাগানো থিম-এর প্রতিযোগিতায় পা যা পুকুরে একটি নৌকার উপর থাকবে। এখানকার মণ্ডপ সজ্জায় এবারে থাকবে জীবন্ত মডেল। অর্থ্যাৎ সুদূর পুরুলিয়ার প্রত্যন্ত গ্রাম থেকে সাঁওতালদের আনা হবে। এবং তারা পুজোর কটা দিন মণ্ডপ প্রাঙ্গনে থাকবে। তাদের জন্য আলাদা ভাবে তৈরি হচ্ছে মাটির ঘর, তাদের গবাদি পশু অর্থাৎ গরু বা পোষা মুরগি রাখার জন্য রয়েছে গোয়ালঘর ও খামার। সাঁওতালরা তাদের গ্রামীন জীবন শৈলীর নিদর্শন তুলে ধরবে হুগলী জেলার ব্যান্ডেলে।