প্রতীক্ষার অবসান ঘটিয়ে শারদীয়ার সাজে নতুন করে সেজে উঠেছে বেলেঘাটা সন্ধানী, এবছরের পঞ্চাশতম বর্ষে তাদের থিম 'পরমাত্মিক'। বৈদিক সভ্যতা তে পরমব্রহ্ম তথ্যে আলোচিত ভাবনা চিন্তা এবং প্রাচীন সত্যের সঙ্গে আজকের আধুনিক বিজ্ঞান এর চিন্তা ভাবনার যে হুবহু মিল পাওয়া যাচ্ছে তারই নিদর্শন মিলবে বেলেঘাটা সন্ধানী তে। কিভাবে আজকের বিজ্ঞান আর পুরাণ তথ্য বা দর্শন কি ভাবে আজ একই ছায়ায় মিশে গেছে সেইটাই দর্শকদের কাছে তুলে ধরতে চান শিল্পী কৃষাণু পাল।