উত্তর কলকাতার দুর্গাপুজোগুলির মধ্যে অন্যতম লালাবাগান নবাঙ্কুর ক্লাবের দুর্গাপূজো। প্রতিবছরই কিছু বিশেষ বার্তা দেওয়ার চেষ্টা করে লালাবাগান নবাঙ্কুর। এই বছর তাদের থিম ছিল 'অনাহারের আহার'। যেখানে বহু মানুষ অনাহারে থাকতে বাধ্য হন, সেখানে প্রয়োজনের অতিরিক্ত খাবার নিয়ে তা নষ্ট না করার বার্তাই দিয়েছে তারা। আর এই বিষয় ভাবনা দিয়েই তারা দিতে নিয়েছে এশিয়ানেট নিউজ শারদ সম্মান ২০১৯।
উত্তর কলকাতার দুর্গাপুজোগুলির মধ্যে অন্যতম লালাবাগান নবাঙ্কুর ক্লাবের দুর্গাপূজো। প্রতিবছরই কিছু বিশেষ বার্তা দেওয়ার চেষ্টা করে লালাবাগান নবাঙ্কুর। এই বছর তাদের থিম ছিল 'অনাহারের আহার'। যেখানে বহু মানুষ অনাহারে থাকতে বাধ্য হন, সেখানে প্রয়োজনের অতিরিক্ত খাবার নিয়ে তা নষ্ট না করার বার্তাই দিয়েছে তারা। আর এই বিষয় ভাবনা দিয়েই তারা দিতে নিয়েছে এশিয়ানেট নিউজ শারদ সম্মান ২০১৯।