দক্ষিণ কলকাতার অন্যতম বড় পুজো সমাজ সেবী। মণ্ডপ ও প্রতিমা বরাবর দর্শকদের নজর কাড়ে। প্রতিমা ও মণ্ডপ সজ্জা দেখতে উত্তর কলকাতা থেকেও ভিড় জমান দর্শনার্থীরা।
দক্ষিণ কলকাতা অঞ্চলে অন্যতম সেরা পুজো সমাজ সেবী সংঘ। থিমের পাশাপাশি প্রতিমা প্রতিবছর দর্শকদের মন কাড়ে। সমাজের পিছিয়ে পড়া শ্রমিকদের সামনে নিয়ে আসাই হল সমাজ সেবী সংঘের এবারের থিম। প্রায় তিন মাস টানা পরিশ্রমে এই মণ্ডপ গড়ে উঠেছে। সমাজ সেবী সংঘ এই থিমের মাধ্যমে সমাজের শ্রমিক শ্রেণীর মানুষের জীবনযাত্রা ও কাজের পরিবেশ তুলে ধরতে চেয়েছে। সমাজ সেবী সংঘের মণ্ডপ সজ্জা মুগ্ধ করেছে দর্শকদের। কলকাতার সেরা পুজোর মধ্যে অন্যতম সমাজ সেবী সংঘকে এশিয়া নেট নিউজ শারদসম্মানে ভূষিত করল।