এশিয়ানেট নিউজ সারদ সম্মানে ভূষিত করা হল কলকাতার অন্যতম ঐতিহ্যশালী পুজো কমিটি বরানগর নেতাজী কলোনি লোল্যান্ডকে। এশিয়ানেট নিউজের পক্ষ থেকে এই সম্মান তাদের হাতে তুলে দেওয়া হয়। এবছরের থিম ছিল দুর্গেই দুর্গা। তাদের আলোকসজ্জা ছিল দেখার মত, তাই এশিয়ানেট নিউজ বাংলা শ্রেষ্ঠ আলোকসজ্জার সম্মান তুলে দিয়েছে তাদের হাতে। এই অন্যধরনের চিন্তা ভাবনা তাদেরকে এই সম্মান পাইয়ে দিয়েছে।
এশিয়ানেট নিউজ শারদ সম্মানে ভূষিত করা হল কলকাতার অন্যতম ঐতিহ্যশালী পুজো কমিটিগুলিকে। এশিয়ানেট নিউজের পক্ষ থেকে এই সম্মান তুলে দেওয়া হয় বরাহনগর নেতাজী কলোনি লোল্যান্ড পুজো কমিটির হাতে। তাদের আলোকসজ্জা ছিল দেখার মত, তাই এশিয়ানেট নিউজ বাংলা শ্রেষ্ঠ আলোকসজ্জার সম্মান তুলে দিয়েছে তাদের হাতে।