বেহালা বুড়ো শিবতলা জনকল্যান সংঘ পেল এশিয়ানেট নিউজ শারদ সম্মান। বুড়ো শিবতলার এবছরের থিম ছিল জন্ত্র না জন্ত্রনা। আজকের দিনে দাড়িয়ে মোবাইল থেকে শুরু করে ল্যাপটপ সহ বাকি জন্ত্রের কারণে বেশ কিছু অসুবিধার সম্মুখিন হচ্ছে সাধারণ মানুষ। তবে সেই জায়গা থেকে সহজ ভাবে বেড়িয়ে আসতে ও সচেতনতার বার্তা দিতে এবছর দুর্গা পুজোয় সেজেছিল বেহালার এই পুজো মন্ডপ। আর সেই নিরিখেই এশিয়ানেট নিউজ শারদ সম্মান তুলে দেওয়া হয়েছে এই পুজোকে।
বেহালা বুড়ো শিবতলা জনকল্যান সংঘ পেল এশিয়ানেট নিউজ শারদ সম্মান। বুড়ো শিবতলার এবছরের থিম ছিল জন্ত্র না জন্ত্রনা। আজকের দিনে দাড়িয়ে মোবাইল থেকে শুরু করে ল্যাপটপ সহ বাকি জন্ত্রের কারণে বেশ কিছু অসুবিধার সম্মুখিন হচ্ছে সাধারণ মানুষ। তবে সেই জায়গা থেকে সহজ ভাবে বেড়িয়ে আসতে ও সচেতনতার বার্তা দিতে এবছর দুর্গা পুজোয় সেজেছিল বেহালার এই পুজো মন্ডপ। আর সেই নিরিখেই এশিয়ানেট নিউজ শারদ সম্মান তুলে দেওয়া হয়েছে এই পুজোকে।