এশিয়ানেট নিউজ সারদ সম্মানে ভূষিত করা হল কলকাতার অন্যতম ঐতিহ্যশালী পূজা কমিটি বোসপুকুর শীতলা মন্দির। এশিয়ানেট নিউজের পক্ষ থেকে এই সম্মান তুলে দেওয়া হয় বোসপুকুর শীতলা মন্দির পুজো কমিটির হাতে।
এশিয়ানেট নিউজ সারদ সম্মানে ভূষিত করা হল কলকাতার অন্যতম ঐতিহ্যশালী পূজা কমিটি বোসপুকুর শীতলা মন্দির। এশিয়ানেট নিউজের পক্ষ থেকে এই সম্মান তাদের হাতে তুলে দেওয়া হয়। অসাধারণ মন্ডপসজ্জা থেকে শুরু করে তাদের প্রতিমা সব কিছুর বিচারেই তাদের হাতে তুলে দেওয়া হয়েছে এই সম্মান। এবছর তাদের থিমের মধ্যে দিয়ে ফুটে উঠেছে বাচ্চাদের স্কুলের বোঝা বেড়ে চলেছে, সেই ভার কীভাবে কমানো যায়, তা ফুটিয়ে তোলা হয়েছে। তাদের এই অন্যধরনের চিন্তা ভাবনা তাদেরকে এই সম্মান পাইয়ে দিয়েছে।