উত্তর কলকাতার দমদম পার্ক তরুণ সংঘ প্রতিবছরই চমক দেয় নানা থিমে। তবে শুধু থিম নয়। তরুণ সংঘের ভাবনায় সব সময় থাকে মানুষকে সচেতন করার চিন্তা ভাবনা।২০১৯য়ে দাঁড়িয়ে ২০৯১ সালের ভাবনা। বাতাবরনে এখন প্রধান সমস্যা হল দুষণ। আর সেই দুষণ রুখতেই এবছর মা দুর্গার আহবানে মণ্ডপ সজ্জা করেছিল দমদম পার্ক তরুণ সংঘ।
উত্তর কলকাতার দমদম পার্ক তরুণ সংঘ প্রতিবছরই চমক দেয় নানা থিমে। তবে শুধু থিম নয়। তরুণ সংঘের ভাবনায় সব সময় থাকে মানুষকে সচেতন করার চিন্তা ভাবনা। আর সেই বিষয় নিয়েই এবছর দমদম পার্ক তরুণ সংঘের ভাবনায় ছিল টাইম মেশিনে করে উড়ে যাওয়ার পালা। ২০১৯য়ে দাঁড়িয়ে ২০৯১ সালের ভাবনা। বাতাবরনে এখন প্রধান সমস্যা হল দুষণ। আর সেই দুষণ রুখতেই এবছর মা দুর্গার আহবানে মণ্ডপ সজ্জা করেছিল দমদম পার্ক তরুণ সংঘ। সেই নিরিখেই এবছর এশিয়ানেট নিউজ বাংলার সেরা ভাবনার শারদ সম্মানে ভূষিত হল দমদম পার্ক তরুণ সংঘ।