দক্ষিণ কলকাতার গড়িয়াহাট অঞ্চলের অন্যতম আকর্ষণ হিন্দুস্তান পার্ক সর্বজনীন দুর্গা পুজো। ঐতিহ্য এবং আধুনিকতাকে সঙ্গে রেখেই এবারে তাদের থিমের বিষয় 'রস'।তবে এটা রসগোল্লার রস নয়। এটা হল মানব জীবনের মাঝের নব রস। সাহিত্য,সঙ্গিত এমনকি পুরাণেও এই মৌলিক রসের অস্তিত্ব আছে। প্যান্ডেলের ভিতরে যেমন নব রসের চিত্র আছে,সে ভাবেই শোলার তৈরি মূর্তিও ছিল সবার কাছে রীতিমত আকর্ষণীয়। তাই প্রতি বছর হিন্দুস্তান পার্ক সার্বজনীন দুর্গোৎসব সমিতির আয়োজিত দুর্গাপুজা এবারেও মুগ্ধ করেছে দর্শকদের।তাই কলকাতার সেরা পুজোর মধ্যে অন্যতম এই হিন্দুস্তান পার্ক সর্বজনীন দুর্গা পুজোকে এশিয়া নেট নিউজ শারদ সম্মানে ভূষিত করা হল।