দক্ষিণ কলকাতার বড় পুজো গুলির মধ্যে অন্যতম পুজো হল যোধপুর পার্ক ৯৫ পল্লী। এই পুজোর কেন্দ্রবিন্দু প্রতিবছরই মানুষকে সচেতন করার চিন্তা ভাবনা থাকে। এবছরও জাগরণ থিমের বহিপ্রকাশ করেছে এই পুজো মন্ডপ। এশিয়ানেট নিউজ শারদ সম্মান পেয়ে আপ্লুত যোধপুর পার্ক ৯৫ পল্লী।
দক্ষিণ কলকাতার বড় পুজো গুলির মধ্যে অন্যতম পুজো হল যোধপুর পার্ক ৯৫ পল্লী। এই পুজোর কেন্দ্রবিন্দু প্রতিবছরই মানুষকে সচেতন করার চিন্তা ভাবনা থাকে। এবছরও জাগরণ থিমের বহিপ্রকাশ করেছে এই পুজো মন্ডপ। মানুষের পাশে থাকার ও পাশে দাঁড়ানোর একটা বার্তা দিয়েছে যোধপুর পার্ক ৯৫ পল্লীর এই পুজো। আর সেই কারণে এবার এশিয়ানেট নিউজ শারদ সম্মান পেয়ে আপ্লুত হয়ে পরেছেন তাঁদের সদস্যরা। বাঙালির শ্রেষ্ঠ উৎসবের অন্যতম শ্রেষ্ঠ পুরস্কার পেয়ে গিয়েছে এই পুজো মন্ডপ। সব জাতি, ভাষা, সব রকমের ভেদাভেদ সরিয়ে মানুষের জীবনজ্ঞাপনের বার্তা দিয়েছে এই পুজো।