ভোটের দিন ঘোষণা হয়নি এখনও। ইতিমধ্যেই রাজ্যে এসেছে কেন্দ্রীয় বাহিনী। একাধিক বিধানসভায় মোতায়েন করা হয়েছে তাদের। শুরু হয়ে গিয়েছে তাঁদের রুটমার্চও। উত্তর দিনাজপুরে দেখা গেল সেই ছবি। সেখানে পৌঁছিয়ে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী। বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জ শহরের দেবীনগর থেকে শিলিগুড়ি মোড় পর্যন্ত রাজপথজুড়ে কেন্দ্রীয় বাহিনী রুটমার্চ করে। রায়গঞ্জে তাদের নেতৃত্ব দেন রায়গঞ্জ থানার আইসি। সেই সঙ্গেই ছিলেন অন্যান্য পুলিশ আধিকারিকেরাও।