নির্বচন যত এগিয়ে আসছে তত ঝাঁপিয়ে পড়ে শুরু হচ্ছে ভোটের প্রচার। অথচ এখন প্রকাশ পায়নি ভোটের নির্ঘন্ট আর তার আগেই শুরু হয়ে গিয়েছে দেওয়াল লিখন। সেই দেওয়ালেই এবার দেখা মিলল গোলকিপার মমতার ছবি। বাঁকুড়ার ছান্দার এলাকায় দেখা গেল এমনই ছবি। ডানলপের সভা থেকে মমতা জানান খেলা হবে। সেই সঙ্গেই তিনি বলেন তিনি হবেন গোলকিপার। তাতেই উৎসাহিত দলীয় কর্মীরা। কার্টুন ছবিতেই চলছে সেখানে ভোটের প্রচার।