কোলাঘাটে ভয়াবহ আগুন। কাঠচড়ার ময়দান সংলগ্ন ৩টি দোকানে আগুন লাগে । ভোর রাতে সেখানে আগুন লেগে যায়। আগুন দেখে স্থানিয়রা পুলিশ ও দমকলে খবর দেয়। দমকলের ঘন্টা খানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে পুড়ে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। ৩টি দোকানের মধ্যে একটি ছিল গ্যাসের দোকান। গ্যাস সিলিন্ডার বাস্ট করার কারণেই আগুন ছড়িয়ে পড়ে। কি ভাবে আগুন লেগেছিল, তদন্ত শুরু করেছে পুলিশ।