রথের মাথায় বিজেপির দলীয় পতাকা। নবদ্বীপ থেকে রথযাত্রার সূচনা করলেন জেপি নাড্ডা। উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে এই রথযাত্রা শেষ হবে। মলদার কর্মসূচি শেষ করে নবদ্বীপে যাত্রা করেন জেপি নাড্ডা। সেখানে রথযাত্রার আগে জনসভা হয় চটির মাঠে। সেখান থেকে ফের মমতাকে নিশানা করেন তিনি। পরে পরিবর্তনের রথযাত্রা করে কলাকাতার পথে রওনা দেন তিনি।