Poulomi Nath | Feb 06 2021, 02:44 PM IST / Updated: Feb 06 2021, 02:44 PM IST
মালদহে জেপি নাড্ডা
সেখানে কৃষকদের সঙ্গে সারলেন মধ্যাহ্নভোজন
মাটিতে বেছানো লাল কার্পেট
তার ওপরেই বসলেন জেপি নাড্ডা
পাত পেড়ে খেলেন খিচুড়ি
মালদহে কৃষক সুরক্ষা অভিযানে জেপি নাড্ডা। সেখানে কৃষকদের সঙ্গে সারলেন মধ্যাহ্নভোজন। মাটিতে বেছানো লাল কার্পেট। তার ওপরেই বসলেন জেপি নাড্ডা। তাঁর সঙ্গেই ছিলেন কৃষক থেকে বিজেপি নেতৃত্বরা। চেটে পুটে খেলেন খিচুড়ি। তারিফও করলেন খাবারের।