রথের মাথায় বিজেপির দলীয় পতাকা। নবদ্বীপ থেকে রথযাত্রার সূচনা করেন জেপি নাড্ডা। উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে এই রথযাত্রা শেষ হবে। মালদহের কর্মসূচি শেষ করে নবদ্বীপে যাত্রা করেন জেপি নাড্ডা। গৌরাঙ্গের জন্মভিটেতে শ্রদ্ধার্ঘ অর্পণ জেপি নাড্ডার। মালদহ সফর সেরে দুপুরে পৌঁছন নবদ্বীপে। হেলিকপ্টার থেকে নেমেই চলে যান আশ্রমে। গৌরাঙ্গ জন্মস্থান আশ্রম নামেই এটি পরিচিত। সেখানে গৌরাঙ্গের মূর্তিতে মাল্যদান করেন নাড্ডা। নাড্ডাকে অভিনন্দন জানান বিজেপি সমর্থকরা। সেখানে রথযাত্রার আগে জনসভা হয় চটির মাঠে। সেখান থেকে ফের মমতাকে নিশানা করেন তিনি। পরে পরিবর্তনের রথযাত্রা করে কলাকাতার পথে রওনা দেন তিনি।