Shantanu Thakur : 'বনগাঁ একটা আবেগ সেটাকে কেন ইছামতি জেলা করা হবে' মন্তব্য শান্তনু ঠাকুরের

শান্তনু-বিশ্বজিৎ বাকযুদ্ধ অব্যাহত। বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর দাবি করেন,  রাজ্য সরকার জায়গা দিলে বনগাঁ-বাগদা রেল প্রকল্প বাস্তবায়িত হবে। মুখ্যমন্ত্রী বনগাঁর নাম 'ইছামতি' করার প্রস্তাবে অসন্তোষ জানালেন শান্তনু ঠাকুর। তিনি বলেন, 'বনগাঁ একটা আবেগ সেটাকে কেন ইছামতি জেলা করা হবে'। 'ইছামতি সংস্কার করা হবে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে।' তিনি অভিযোগ করেন তার উন্নয়ন তহবিল থেকে অনুদান দিলেও সেই অর্থ নিচ্ছে না অনেক গ্রাম পঞ্চায়েত। এই প্রসঙ্গে পাল্টা দিয়েছেন বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাস। তিনি বলেন, ইছামতি আমাদের কাছে আবেগ সেই কারণেই ইছামতি জেলার নাম হয়েছে'। 'উনি চার বছরে কিছু করেননি, মানুষ ওনার চেহারা ভুলে গিয়েছে।' বাগদা-বনগাঁ রেললাইন প্রসঙ্গে তিনি বলেন কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার মতো দূরদর্শিতা তার নেই'। 

শান্তনু-বিশ্বজিৎ বাকযুদ্ধ অব্যাহত। বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর দাবি করেন,  রাজ্য সরকার জায়গা দিলে বনগাঁ-বাগদা রেল প্রকল্প বাস্তবায়িত হবে। মুখ্যমন্ত্রী বনগাঁর নাম 'ইছামতি' করার প্রস্তাবে অসন্তোষ জানালেন শান্তনু ঠাকুর। তিনি বলেন, 'বনগাঁ একটা আবেগ সেটাকে কেন ইছামতি জেলা করা হবে'। 'ইছামতি সংস্কার করা হবে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে।' তিনি অভিযোগ করেন তার উন্নয়ন তহবিল থেকে অনুদান দিলেও সেই অর্থ নিচ্ছে না অনেক গ্রাম পঞ্চায়েত। এই প্রসঙ্গে পাল্টা দিয়েছেন বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাস। তিনি বলেন, ইছামতি আমাদের কাছে আবেগ সেই কারণেই ইছামতি জেলার নাম হয়েছে'। 'উনি চার বছরে কিছু করেননি, মানুষ ওনার চেহারা ভুলে গিয়েছে।' বাগদা-বনগাঁ রেললাইন প্রসঙ্গে তিনি বলেন কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার মতো দূরদর্শিতা তার নেই'। 

03:16কেক কেটে ছাগলের জন্মদিন পালন, আমন্ত্রিত লোকসংখ্যা ১৫০, কোথায় ঘটল এই ঘটনা?03:20পাসপোর্ট চক্রে গ্রেফতার লালবাজারের প্রাক্তন পুলিশকর্মী! চাঞ্চল্যকর পরিস্থিতি অশোকনগরে03:14'ওর আগে ক্ষমা চাইতে হবে, তারপর গান' বামেদের অনুষ্ঠানে বাংলাদেশের গায়িকা নিয়ে চরম বার্তা শুভেন্দুর03:25‘তৃণমূল তাদের অন্তর্দ্বন্দ্বের কারণেই শেষ হচ্ছে’ মমতাকে সরাসরি তোপ অধীরের03:57অবাক করা কাণ্ড! বাড়ির ভেতর থেকে বেরোচ্ছে তেল, চাঞ্চল্য এলাকাবাসীদের মধ্যে03:25শ্যামসুন্দরী মন্দিরে গিয়ে সোনার গয়না চাওয়ার অভিযোগ কুণালের বিরুদ্ধে, ভিডিও ভাইরাল02:51'গাড়ি থেকে নামুন, আমাকে সরি বলুন' অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে চরম শাসানি বাবুল সুপ্রিয়র07:49'বাবুলকে খুব তাড়াতাড়ি জেলে ঢোকাব' দ্বিতীয় হুগলি সেতুতে চরম সংঘাতের পর প্রতিক্রিয়া অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের05:26শনিবার ৪ জানুয়ারি এই রাশিদের জীবনে ঘনিয়ে আসছে অন্ধকার, দেখে নিন আজকের রাশিফল02:47North 24 Parganas News Today: ফুটবল খেলার সময় এ কী ঘটে গেল! শোকের ছায়া মধ্যমগ্রামে
Read more