শান্তনু-বিশ্বজিৎ বাকযুদ্ধ অব্যাহত। বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর দাবি করেন, রাজ্য সরকার জায়গা দিলে বনগাঁ-বাগদা রেল প্রকল্প বাস্তবায়িত হবে। মুখ্যমন্ত্রী বনগাঁর নাম 'ইছামতি' করার প্রস্তাবে অসন্তোষ জানালেন শান্তনু ঠাকুর। তিনি বলেন, 'বনগাঁ একটা আবেগ সেটাকে কেন ইছামতি জেলা করা হবে'। 'ইছামতি সংস্কার করা হবে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে।' তিনি অভিযোগ করেন তার উন্নয়ন তহবিল থেকে অনুদান দিলেও সেই অর্থ নিচ্ছে না অনেক গ্রাম পঞ্চায়েত। এই প্রসঙ্গে পাল্টা দিয়েছেন বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাস। তিনি বলেন, ইছামতি আমাদের কাছে আবেগ সেই কারণেই ইছামতি জেলার নাম হয়েছে'। 'উনি চার বছরে কিছু করেননি, মানুষ ওনার চেহারা ভুলে গিয়েছে।' বাগদা-বনগাঁ রেললাইন প্রসঙ্গে তিনি বলেন কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার মতো দূরদর্শিতা তার নেই'।
শান্তনু-বিশ্বজিৎ বাকযুদ্ধ অব্যাহত। বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর দাবি করেন, রাজ্য সরকার জায়গা দিলে বনগাঁ-বাগদা রেল প্রকল্প বাস্তবায়িত হবে। মুখ্যমন্ত্রী বনগাঁর নাম 'ইছামতি' করার প্রস্তাবে অসন্তোষ জানালেন শান্তনু ঠাকুর। তিনি বলেন, 'বনগাঁ একটা আবেগ সেটাকে কেন ইছামতি জেলা করা হবে'। 'ইছামতি সংস্কার করা হবে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে।' তিনি অভিযোগ করেন তার উন্নয়ন তহবিল থেকে অনুদান দিলেও সেই অর্থ নিচ্ছে না অনেক গ্রাম পঞ্চায়েত। এই প্রসঙ্গে পাল্টা দিয়েছেন বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাস। তিনি বলেন, ইছামতি আমাদের কাছে আবেগ সেই কারণেই ইছামতি জেলার নাম হয়েছে'। 'উনি চার বছরে কিছু করেননি, মানুষ ওনার চেহারা ভুলে গিয়েছে।' বাগদা-বনগাঁ রেললাইন প্রসঙ্গে তিনি বলেন কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার মতো দূরদর্শিতা তার নেই'।