করিমপুরের উপ নির্বাচনে বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদারের প্রচারে গিয়ে হেনস্থার শিকার হলেন রিমঝিম মিত্র ও রূপাঞ্জনা মিত্র। রাতের অন্ধকারে তাঁদের তৃণমূলের লোকজন হেনস্থা করে বলে অভিযোগ করেছেন দুই অভিনেত্রী।
করিমপুরের উপ নির্বাচনে বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদারের প্রচারে গিয়ে হেনস্থার শিকার হলেন রিমঝিম মিত্র ও রূপাঞ্জনা মিত্র। রাতের অন্ধকারে তাঁদের তৃণমূলের লোকজন হেনস্থা করে বলে অভিযোগ করেছেন দুই অভিনেত্রী। অভিযোগ, মঙ্গলবার রাতে কর্মিসভায় ঢুকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা দুই অভিনেত্রীর সঙ্গে অশালীন আচরণ করেন। তাঁদের শ্লীলতাহানির চেষ্টাও করা হয়। ঘটনার পরই স্থানীয় থানায় সামনে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী সমর্থকরা। তড়িঘড়ি কলকাতার উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হয় সদ্য বিজেপিতে যোগদানকারী দুই নেত্রীকে। আগামী ২৫ নভেম্বর করিমপুরে বিধানসভা উপ নির্বাচন। এদিন বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদারের হয়ে প্রচারে আসেন রিমঝিম ও রূপাঞ্জনা।