রাজ্য জুড়ে যখন সংকল্প যাত্রায় সামিল হয়েছেন দলের কর্মীরা, তখন নিজের লোকসভা কেন্দ্রের এক অভিনব উদ্যোগ নিলেন বাঁকুড়ার বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। বিষ্ণুপুরে চালু হল সংকল্প মিল কর্মসূচি। সাংসদ সৌমিত্র খাঁ জানিয়েছেন, এই কর্মসূচি অংশ নিয়ে বিষ্ণুপুর লোকসভা এলাকায় ভিক্ষুকদের খাবার বা মিল দেবেন বিজেপি কর্মী-সমর্থকরা। বিষ্ণুপুর সাংগঠিক জেলা ও লোকসভা কেন্দ্রে প্রায় দুই লক্ষ মানুষ বিজেপি সদস্যপদ নিয়েছেন। সাংসদের দাবি, ১ একজন সদস্য এলাকার ১ জন ভিক্ষুককে খাবার দেওয়ার দায়িত্ব নিয়েছেন। খাবারের তালিকার থাকছে ভাত, ডাল, সব্জি ও ডিম। বিষ্ণুপুরে বিজেপি সাংগঠনিক জেলা পার্টি অফিসে এই সংকল্প মিল কর্মসূচির সুচনা করেন সাংসদ সৌমিত্র খাঁ নিজে।