বৌদির কান কামড়ে ছিড়ে নিল দেওর। এমনই ঘটনা ঘটেছে হাড়োয়া গ্রাম পঞ্চায়েতের গোবেড়িয়া বয়ারগোট গ্রামে। দীর্ঘ দিন ধরে তাদের পারিবারিক বিবাদ চলছিল বলে সূত্রের খবর। আর তারই জেরে মঙ্গলবার রাতে বৌদির কান কামড়ে ছিড়ে নিল দেওর সুজিত মন্ডল। সেই সঙ্গেই মারধর করেছে বলেও অভিযোগ জানিয়েছে আক্রান্ত ওই মহিলা। মহিলাকে গুরুতর আহত অবস্থায় হাড়োয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। হাড়োয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে আক্রান্ত মহিলা। ইতিমধ্যেই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এর পিছনে শুধুই পারিবারিক অশান্তি না অন্য কোনও কারণ আছে তা খতিয়ে দেখছে হাড়োয়া থানার পুলিশ।