ঘূর্ণিঝড় বুলবুলের দাপটে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে কাঁচাবাড়ি, গাছপালার প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। বেশ কিছু জায়গায় গাছপালা, ঘরবাড়ি চাপা পড়ে মৃত্যু হয়েছে গবাদিপশুর। সুন্দরবন এলাকায় সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত গোসাবা ও বাসন্তী ব্লক। ক্ষতিগ্রস্ত হয়েছে কুলতলি ব্লকের বেশ খানিকটা অংশ। এছাড়া দক্ষিণ 24 পরগনার সাগর, কাকদ্বীপ, পাথরপ্রতিমা- সহ বিস্তীর্ণ এলাকার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বুলবুলের দাপটে।
শনিবার রাত দশটা থেকে শুরু করে টানা চার থেকে পাঁচ ঘণ্টা ধরে চলে এই ঘূর্ণিঝড়। এতটাই শক্তিশালী ছিল এই ঘূর্ণিঝড় যে তার দাপটে সাগর ব্লকে একটি মন্দিরের ভিতরের সিলিং ফ্যানের ব্লেডও বেঁকে যায়। রবিবার সকাল থেকেই এলাকার বিভিন্ন জায়গায় রাস্তাঘাট বন্ধ হয়ে যায় গাছপালা পড়ে। পরে স্থানীয় মানুষজন ও প্রশাসনের তৎপরতায় রাস্তাঘাট পরিষ্কার করার কাজ হয়। রবিবার সকাল থেকেই দক্ষিণ চব্বিশ পরগণা জেলা প্রশাসনের তরফ থেকে ক্ষতিগ্রস্তদের বাড়ি গিয়ে গিয়ে ক্ষয়ক্ষতির হিসেব নিকেশ করার কাজ শুরু হয়েছে।সুন্দরবন কোস্টাল থানার লাহিড়িপুরে বুলবুলের দাপটে রাস্তায় পড়ে গিয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।মৃতার নাম কমলা মণ্ডল (৬২)।