মুখ্যমন্ত্রীর চা-বিস্কুট, ঘুগনি, তেলেভাজার ব্যবসা পরামর্শে 'বিস্ফোরক'মন্তব্য দিলীপ ঘোষের। দিলীপ ঘোষ বলেন, 'রাজ্যে যখন আর কোনও দিশা থাকেনা, তখন মানুষকে এভাবেই ভুলিয়ে রাখতে হয়। সরকার দুর্নীতিতে ডুবে গেছে। লক্ষ্য নেই। উদ্দেশ্য নেই। রোড ম্যাপ নেই। ট্রেনিদের কাগজ ধরিয়ে বলছে চাকরি দিলাম। পুরো ঢপবাজি চলছে, ওদিকে কেজরিওয়াল মুখ থুবড়ে পড়েছে, এদিকে মমতা মুখ থুবড়ে পড়েছেন।' কয়লা পাচারকাণ্ডে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে তলব করেছে CID
এ প্রসঙ্গে দিলীপ ঘোষের দাবি, 'এ সব বিজেপিকে ডিস্টার্ব করার চেষ্টা। তাঁর প্রশ্ন, আদালতের নির্দেশে CBI তদন্ত করছে। এরপর CID তদন্ত ধোপে টিকবে কি?' কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের গ্রেফতার নিয়েও এদিন ঝাঁজাল প্রতিক্রিয়া দেন দিলীপ ঘোষ। তিনি বলেন, 'রাজ্যের ছেলেমেয়েরা যাঁর হাত থেকে জীবনের প্রথম সার্টিফিকেট নিয়েছে, তিনিই আজ জেলে।' তাঁর আরও কটাক্ষ, 'যাঁর জীবনী রাজ্যের ছেলেমেয়েরা পড়ছে, সেই শিক্ষামন্ত্রী আজ জেলে।'