এবার রাজ্যের পে-কমিশন নিয়ে মমতাকে খোঁচা দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পশ্চিম মেদিনীপুরে দিলীপ ঘোষ বলেন, সারা দেশে সপ্তম পে কমিশন চলছে , উনি ষষ্ঠ পে কমিশন দেবেন তাও আবার ২০২০ সালে। ভোটের ঠেলায় এখন সান্তনা দিচ্ছেন উনি। কর্মীদের অধিকার থেকে বঞ্চিত করছেন । সম্প্রতি অমিত এক দেশ এক ভাষা নিয়ে সওয়াল করেন। হিন্দি ভাষাকে এক দেশ এক ভাষা হিসেবে চালুর প্রস্তাব করেন তিনি। বঙ্গে যা নিয়ে শুরু হয়েছে বিরোধিতা। এই প্রসঙ্গে দিলীপবাবু বলেন 'বাঙালিরা তো হিন্দি সিনেমা খুব দেখেন। যারা বিরোধিতা করছেন তাঁরা এক সময় অমিতাভের হিন্দি সিনেমা দেখার জন্য লাইনে দাঁড়িয়ে মারপিট করতেন । এখন হিন্দি নিয়ে এতো কষ্ট পাওয়ার কী আছে। মাতৃভাষা ছাড়াও আরও কিছু ভাষা মানুষের শেখা উচিত।