ভগবানগোলা ব্লকের ব্লক সভাপতি আব্দুল রোফ, ভগবানগোলা ব্লকের বিভিন্ন এলাকা থেকে চাকুরী দেওয়ার নাম করে এবং সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেন
ভগবানগোলা ব্লকের ব্লক সভাপতি আব্দুল রোফের নামে অভিযোগ | ভগবানগোলা ব্লকের বিভিন্ন এলাকা থেকে চাকুরী দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেন বলে অভিযোগ | খড়িবোনা গ্রাম পঞ্চায়েত প্রধান আলাউদ্দিন ও আখড়িগঞ্জ গ্রাম পঞ্চায়েত প্রধান লুৎফা বিবি অভিযোগ করে | অবিলম্বে দ্রুত এই ব্লক সভাপতিকে পদ থেকে সরানো হোক এবং চাকরি দেওয়ার নাম করে তোলা টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হোক বলে দাবী করেন | ব্লক সভাপতি আব্দুল রোফ জানিয়েছেন,এই অভিযোগ ভিত্তিহীন | তিনি বলেন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এই অভিযোগ করছে কিছু লোকজন তিনি