গার্ডেনরিচে টাকা উদ্ধারের পর ফিরহাদ হাকিমকে নিশানা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। 'বাংলাতে এত IT আর ED-র তল্লাশি কেন?, বার বার ED ও IT-র রেড করে বাংলার অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে দিতে চাইছে কেন্দ্র' গত ১০ তারিখ এই মন্তব্য করেছিলেন ফিরহাদ হাকিম। তার পাল্টা দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন, 'অর্থনীতি ভাঙছে ফিরহাদ ভাইয়ের, নোটটা ফিরহাদ ভাইয়ের সাথে সম্পর্ক আছে'। 'এই নোটের সঙ্গে তার গভীর সম্পর্ক আছে'। 'যে টাকা উদ্ধার হয়েছে, পার্থ বাবুর টাকা, নোট এক, স্টাইল এক, রাখার ব্যবস্থা এক, কোটি-কোটি টাকা রাখে কার ক্ষমতায়, এটা আমি-আপনি সকলেই বুঝতে পারছি।'
গার্ডেনরিচে টাকা উদ্ধারের পর ফিরহাদ হাকিমকে নিশানা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। 'বাংলাতে এত IT আর ED-র তল্লাশি কেন?, বার বার ED ও IT-র রেড করে বাংলার অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে দিতে চাইছে কেন্দ্র' গত ১০ তারিখ এই মন্তব্য করেছিলেন ফিরহাদ হাকিম। তার পাল্টা দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন, 'অর্থনীতি ভাঙছে ফিরহাদ ভাইয়ের, নোটটা ফিরহাদ ভাইয়ের সাথে সম্পর্ক আছে'। 'এই নোটের সঙ্গে তার গভীর সম্পর্ক আছে'। 'যে টাকা উদ্ধার হয়েছে, পার্থ বাবুর টাকা, নোট এক, স্টাইল এক, রাখার ব্যবস্থা এক, কোটি-কোটি টাকা রাখে কার ক্ষমতায়, এটা আমি-আপনি সকলেই বুঝতে পারছি।'