বিজেপি ছেড়ে তৃণমূলের যোগ দিয়েছেন জয়প্রকাশ মজুমদার। এই নিয়ে এখন উত্তাল বঙ্গ রাজনীতি। জয়প্রকাশের বিরুদ্ধে একাধিক কথা বললেন লকেট চট্টোপাধ্যায়। 'জয়প্রকাশের মতো লোকেরা যত তাড়াতাড়ি যায় ততই মঙ্গল'।
বিজেপি ছেড়ে তৃণমূলের যোগ দিয়েছেন জয়প্রকাশ মজুমদার। এই নিয়ে এখন উত্তাল বঙ্গ রাজনীতি। জয়প্রকাশের বিরুদ্ধে একাধিক কথা বললেন লকেট চট্টোপাধ্যায়। 'জয়প্রকাশের মতো লোকেরা যত তাড়াতাড়ি যায় ততই মঙ্গল'। জয়প্রকাশের মতো আরও ৩-৪জন দলে আছেন, দাবি লকেটের। 'এই ধরনের মানুষ চিহ্নিত করণের কাজ শুরু হয়েছে', বললেন লকেট। তিনি বলেন, জয়প্রকাশের মতো আরো তিন-চারজন জয়প্রকাশ দলের মধ্যে আছে, তাঁদের দ্রুত চিহ্নিত করা হবে। যারা দলের মধ্যে থেকে দলটাকে নষ্ট করছে তাদের চিহ্নিত করা হবে। তাঁরা যত তাড়াতাড়ি চলে যান ততই দলের জন্য মঙ্গল। আজ বাঁকুড়ার সার্কাস ময়দান এলাকায় সদ্য প্রয়াত এক বিজেপি নেতার বাড়িতে দেখা করতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। গতকালই তৃনমূল দাবি করে জয়প্রকাশ মজুমদারের পর বেশ কয়েকজন বিজেপি নেতা তৃনমূলে আসতে চাইছেন । এপ্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে আজ লকেট চট্টোপাধ্যায় কার্যত তৃনমূলের দাবিতেই সিলমোহর দিলেন। তিনি বলেন, এই ধরনের জয়প্রকাশদের চিহ্নিতকরণের কাজ শুরু হয়েছে। সবাই বুঝতে পারছে কারা তৃনমূলের সাথে সেটিং করে চলছে। হোয়াটস আপ গ্রুপে কেউ কেউ এখনো থেকে গেছে। তারা নিজেরা বলেনা যে বিজেপি ছেড়ে দিয়েছে। কিন্তু তারা হোয়াটস আপ গ্রুপ থেকে খবর বাইরে বের করে দিচ্ছে। এই ধরনের ব্যাক্তিদের চিহ্নিত করে আগে বের করা হবে।