বাড়ির পাশ থেকে প্রায় ১৫ ফুট গর্ত করে চলছে মাটি খোড়া, বাড়িঘর ভেঙে যাওয়ার সম্ভাবনায় চিন্তায় ঘুম উড়ছে স্থানীয় পরিবারগুলোর
৩৪ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণে মাটি খোড়ার কাজ চলছে| প্রায় ১৫ ফুট গর্ত করে চলছে মাটি খোড়ার কাজ | ধস নেমে বাড়িঘর ভেঙে যাওয়ার সম্ভাবনা| তাই চিন্তায় ঘুম উড়ছে স্থানীয় পরিবারগুলোর | নদীয়ার শান্তিপুর থানার বাইপাস এলাকার ঘটনা | তাদের দাবি একাধিকবার নিষেধ করা হলেও তারা কোনও কথায় কর্ণপাত করেননি | নিজস্ব সম্পত্তির ওপর বসবাস করা সত্ত্বেও যখন তখন বাড়িঘর ভেঙ্গে পড়তে পারে সেই আশঙ্কায় ভুগছে স্থানীয়রা