গাছ বাঁচাও, পরিবেশ বাঁচাও। সবুজায়নের বার্তা দিতে নিজেদের বউভাতের অনষ্ঠানকে বেছে নিলেন এক দম্পতি। অনুষ্ঠানে যাঁরা আমন্ত্রিত ছিলেন, তাঁদের প্রত্যেক হাতেই রিটার্ন গিফট হিসেবে চারাগাছ তুলে দিলেন তাঁরা। সম্প্রতি বিয়ে করেছেন নদিয়া চাকদহের বাসিন্দা তারক রায়ান। তাঁর স্ত্রী রিংকির বাপের বাড়ি হুগলির বলাগড়ে। বৃহস্পতিবার ছিল ওই দম্পতির বউভাত। দম্পতিকে উপহার দিয়েছেন, তবে খালি হাতে ফেরেননি আমন্ত্রিতরাও। সকলের হাতে চারাগাছ তুলে দিয়েছেন তারক ও তাঁর সদ্য বিবাহিতা স্ত্রী। এমন অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।