ভোটের আগে ক্রমশ চড়ছে রাজনীতির পারদ। ফের ভাটপাড়ায় বোমাবাজি। এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির পোস্টার লাগানোর সময় চলে হামলা। সেই সঙ্গেই প্রাক্তন কাউন্সিলরের বাড়ি লক্ষ্য করে চলে বোমাবাজি। সেই সঙ্গেই পাওয়ার হাউজ মোড়েও চলে বোমাবাজি। এই ঘটনায় তৃণমূলের আশ্রিত গুন্ডাদের দিকেই আঙুল তুলেছে বিজেপি। পাল্টা অভিযোগ তৃণমূলের। তৃণমূল কর্মীদের ওপরও চলেছে হামলা। বোমাবাজি চলে তৃণমূলের পার্টি অফিসেও। এমনটাই অভিযোগ তুলেছে তৃণমূল।