বেহাল রাস্তার জেরে দুর্ঘটনায় মৃত্যু স্কুল পড়ুয়ার। এই ঘটনার পরেও রাস্তা সারাই হয়নি। এবার রাস্তা সারাই করতে তৎপর তার সহপাঠীরাই। রাস্তা সারাই করতে স্কুলের পোশাকে চাঁদা সংগ্রহ পড়ুয়াদের। পশ্চিম মেদিনীপুরের দাসপুরের দেখে গেল এমনই ছবি।
বেহাল রাস্তায় দাঁড়িয়ে দাসপুরে অভিনব প্রতিবাদ ছাত্রছাত্রীদের। ছাত্রছাত্রীরাই সরকারী রাস্তা সারাইয়ের আবেদনে পথ চলতি মানুষের কাছে ভিক্ষার কৌটো নিয়ে রাস্তায়।এই আবেদন নিয়েই রবিবারের সকাল থেকেই পশ্চিম মেদিনীপুরের দাসপুরের কল্মীজোড় এলাকায় পথে নেমেছে এলাকার ছাত্রছাত্রীরা। উল্লেখ্য, ৯ মার্চ বিদ্যালয়ে যাওয়ার পথে সকাল ১০টা নাগাদ দাসপুর ১ ব্লকের এই বেলতলা সরবেড়িয়ার বেহাল রাস্তায় মেশিন ট্রলির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হয় ব্রাহ্মনবসান উচ্চবিদ্যালয়ের পঞ্চম শ্রেনী ছাত্রী নাতাশা পোড়িয়ার। মৃত্যুর জন্য বেহাল রাস্তাকেই দায়ি করে পথ অবরোধ করে স্থানীয়রা,দ্রুত রাস্তা মেরামতের আশ্বাসে প্রায় সাড়ে ৪ ঘন্টা পর বিকেল ৫টা নাগাদ উঠেছিল অবরোধ। তার পরেও রাস্তা সংস্কার কাজ শুরু হয়নি ।তাই এলাকার আশপাশের সড়বেড়িয়া বি সি রায় উচ্চ বিদ্যালয়,ব্রাহ্মনবসান উচ্চবিদ্যালয়ের মতো একাধিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা স্কুল ড্রেস পরেই ওই বেহাল রাস্তার কল্মীজোড়ে পথে নামে,হাত পেতে অর্থ সংগ্রহ করতে শুরু করে। তাদের দাবি এই অর্থ সংগ্রহ করে তারা ব্লক প্রশাসনের হাতে তুলে দেবে ।যাতে তারা রাস্তা সংস্কারে নামে।