ঝালদার কাউন্সিলর খুনের ঘটনায় তৃণমূলকেই বিঁধলেন সুজন

ঝালদার প্রয়াত কাউন্সিলরের বাড়িতে সুজন চক্রবর্তী। শনিবার তাঁর পরিবারের সঙ্গে দেখা করেন সিপিএম নেতা। প্রয়াত তপন কান্দুর স্ত্রী-র সঙ্গে কথাও বলেন তিনি। পুলিশ এবং অপরাধীরা তৃণমূলের সঙ্গে যুক্ত, দাবি সুজনের। এই ঘটনাকে রাজনৈতিক চক্রান্ত বললেন সুজন।

ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনে সমবেদনা জানাতে তার পরিবারের কাছে গিয়েছিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তপন কান্দুর বাড়িতে গিয়ে তার স্ত্রী পূর্ণিমা কান্দুর সাথে কথা বলেন  সুজন চক্রবর্তী।পরে সাংবাদিকদের সুজন বাবু  জানান। তপন কান্দুকে যেভাবে খুন করা হয়েছে তা শুধু নৃশংসতায় নয় এটা পুলিশ ও ক্রিমিনালের  সাথে তৃণমূলের যে যোগাযোগ রয়েছে তার মুখ্য প্রমান। ক্ষমতা দখলের জন্য তৃণমূল খুন করেছে তপনবাবুকে। রাজনৈতিক চক্রান্তের স্বীকার হয়েছেন তপনকান্দু।আইসি বারবার ফোন করে ওই পরিবারকে তৃণমূলে যোগ দেওয়ার কথা বলেছেন। আই সি এর দল হতে পারে? এটা কখনই সিটের তদন্ত হতে পারে না। যে পুলিশ অভিযুক্ত সেই পুলিশের বিরুদ্ধে তদন্ত করবে পুলিশ। এটা কখনোই হতে পারে না। আইসি এখনো বহাল তবিয়তে।পুলিশ মন্ত্রীর পদত্যাগ করা উচিত। মুখ্যমন্ত্রীর কোন দায়িত্ব নেই। আই সি কে গ্রেপ্তার করা হল না এখনও। কোর্টের মনিটারিং এ সিবিআই তদন্ত চাই। অপরাধী  যারা খুন করেছে। তার চেয়ে অপরাধী আই সি তারও চেয়ে বড় অপরাধী যারা তৃনমুলের হয়ে বোর্ড জেতার জন্য খুন করার পরিকল্পনা করেছে  তারা। পরিবারের পাশে আমরা আছি। এদিন সুজন চক্রবর্তীর সাথে ছিলেন সিপিআইএম জেলা সম্পাদক প্রদীপ রায় ,জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাত সহ অন্যান্য নেতাকর্মীরা।
 

02:56বিস্ফোরক অভিযোগ অগ্নিমিত্রার! মমতার বিরুদ্ধে আরজি কর কাণ্ডের প্রমাণ লোপাটের সরাসরি তোপ08:54বাংলাদেশে এবার খ্রিষ্টানদের বড়দিনের অনুষ্ঠানে হামলা, দেখুন এই ইস্যতে কী বললেন শুভেন্দু02:24Bangladesh : বাংলাদেশের হুমকি! হেসেই উড়িয়ে দিলেন প্রাক্তন বায়ুসেনা প্রধান অরূপ রাহা03:06হিন্দুদের পাশে থাকায় শুভেন্দুকে প্রাণ নাশের হুমকি, দেখুন জবাবে কী বললেন শুভেন্দু02:32মমতার প্রশাসনকে বেলাগাম তুলোধোনা অগ্নিমিত্রা পালের, দেখুন কী বললেন বিজেপি নেত্রী03:31২ মাস ধরে নেই বেতন! পরিবার সামলাতে হিমশিম, চুঁচুঁরায় পৌরকর্মীদের বিক্ষোভে থমথমে গোটা এলাকা02:46North Sonarpur Book Fair 2024উত্তর সোনারপুর বইমেলা শুরু! ছোটদের বইমুখী করতে নতুন চমক, দেখুন02:12Malda : কেউ পেয়েছে ২০০, কেউ ৫০! মালদায় গাছ থেকে টাকার বৃষ্টি! ব্যাপারটা কি03:07'যারা মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা পড়িয়েছে তাদের অবস্থা ভয়াবহ হবে' মন্তব্য সুজনের08:06'এই CBI মানুষের আবেগ নিয়ে ছিনিমিনি খেলছে' CBI-র গেটে প্রতীকী তালা লাগিয়ে বিক্ষোভ ডাক্তারদের