ঝালদার প্রয়াত কাউন্সিলরের বাড়িতে সুজন চক্রবর্তী। শনিবার তাঁর পরিবারের সঙ্গে দেখা করেন সিপিএম নেতা। প্রয়াত তপন কান্দুর স্ত্রী-র সঙ্গে কথাও বলেন তিনি। পুলিশ এবং অপরাধীরা তৃণমূলের সঙ্গে যুক্ত, দাবি সুজনের। এই ঘটনাকে রাজনৈতিক চক্রান্ত বললেন সুজন।
ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনে সমবেদনা জানাতে তার পরিবারের কাছে গিয়েছিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তপন কান্দুর বাড়িতে গিয়ে তার স্ত্রী পূর্ণিমা কান্দুর সাথে কথা বলেন সুজন চক্রবর্তী।পরে সাংবাদিকদের সুজন বাবু জানান। তপন কান্দুকে যেভাবে খুন করা হয়েছে তা শুধু নৃশংসতায় নয় এটা পুলিশ ও ক্রিমিনালের সাথে তৃণমূলের যে যোগাযোগ রয়েছে তার মুখ্য প্রমান। ক্ষমতা দখলের জন্য তৃণমূল খুন করেছে তপনবাবুকে। রাজনৈতিক চক্রান্তের স্বীকার হয়েছেন তপনকান্দু।আইসি বারবার ফোন করে ওই পরিবারকে তৃণমূলে যোগ দেওয়ার কথা বলেছেন। আই সি এর দল হতে পারে? এটা কখনই সিটের তদন্ত হতে পারে না। যে পুলিশ অভিযুক্ত সেই পুলিশের বিরুদ্ধে তদন্ত করবে পুলিশ। এটা কখনোই হতে পারে না। আইসি এখনো বহাল তবিয়তে।পুলিশ মন্ত্রীর পদত্যাগ করা উচিত। মুখ্যমন্ত্রীর কোন দায়িত্ব নেই। আই সি কে গ্রেপ্তার করা হল না এখনও। কোর্টের মনিটারিং এ সিবিআই তদন্ত চাই। অপরাধী যারা খুন করেছে। তার চেয়ে অপরাধী আই সি তারও চেয়ে বড় অপরাধী যারা তৃনমুলের হয়ে বোর্ড জেতার জন্য খুন করার পরিকল্পনা করেছে তারা। পরিবারের পাশে আমরা আছি। এদিন সুজন চক্রবর্তীর সাথে ছিলেন সিপিআইএম জেলা সম্পাদক প্রদীপ রায় ,জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাত সহ অন্যান্য নেতাকর্মীরা।