মমতাকে ডি লিট প্রদান করা সুবীরেশ ভট্টাচার্য এর বাড়িতে সিবিআই, এই প্রসঙ্গে বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ জানান 'বোঝা যাচ্ছে মুখ্যমন্ত্রীর ডি'লিট উপাধির পিছনের আসল উদ্দেশ্য'
ফেরার মানিক ভট্টাচার্য, লুকআউট নোটিশ ইডির, এ প্রসঙ্গে দিলীপ ঘোষ কটাক্ষ করেন | তিনি জানান ' আরও অনেকে মিসিং হবেন, আরও অনেকে গায়েব হয়ে যাবেন' | মমতাকে ডি লিট প্রদান কারি সুবীরেশ ভট্টাচার্য এর বাড়িতে সিবিআই নিয়ে মন্তব্য করেন | তিনি কটাক্ষ করে বলেন 'বোঝা যাচ্ছে মুখ্যমন্ত্রীর ডি'লিট উপাধির পিছনের আসল উদ্দেশ্য' | তিনি মনে করেন যারা যারা এই দুর্নীতির সাথে যুক্ত তাদের সকলকে জেরা করা উচিত | এছাড়াও তিনি অনুব্রত কি নিয়েও মন্তব্য করেন